আর অভিমান নয় ,
একবার চোখ খোল ,
হাতে হাত রাখ . . . .বল ভালবাসি . . .!
একবার বুকে টেনে নে . . .
ঠোট দুটো কানে দিয়ে বল - আমি তোর পাশে আছি ।
আর মৌনতা ধয় একটা কিছু বল , নয়তো বকা দে ,
তোর মৌনতা দেখলে পুরো দিনটা হয়ে যায় মিথ্যে ।
আর মুখ ফিরিয়ে রাখিস না ,
একবার চোখে চোখ রাখ ,
দে একটা মিষ্টি হাসি ,
একবার কাছে টেনে নে ,
ঠোটদুটো কানে দিয়ে বল ,
ভালবাসি ভালবাসি ভালবাসি !
লিখা: ছায়া পথ
একবার চোখ খোল ,
হাতে হাত রাখ . . . .বল ভালবাসি . . .!
একবার বুকে টেনে নে . . .
ঠোট দুটো কানে দিয়ে বল - আমি তোর পাশে আছি ।
আর মৌনতা ধয় একটা কিছু বল , নয়তো বকা দে ,
তোর মৌনতা দেখলে পুরো দিনটা হয়ে যায় মিথ্যে ।
আর মুখ ফিরিয়ে রাখিস না ,
একবার চোখে চোখ রাখ ,
দে একটা মিষ্টি হাসি ,
একবার কাছে টেনে নে ,
ঠোটদুটো কানে দিয়ে বল ,
ভালবাসি ভালবাসি ভালবাসি !
লিখা: ছায়া পথ
No comments:
Post a Comment