Sunday, August 17, 2014

অজানা

মানিব্যাগের কোনায় লুকিয়ে রাখা ১০ টাকা
Cream-fills - এর সেই খোসা !
কিছু ব্যবহৃত টেলি-চার্জ কার্ড ,
কয়েকবার দেখা একই মুভির টিকিট।
আর হাত ধরবার দুর্বার চেষ্টা
একেই কি বলে ভালোবাসা !

যন্ত্রণা আমার হাসি তোমার,
ঘুম আমার স্বপ্ন তোমার ।
এ যদি ভালোবাসা হয়
তবে সত্যিই কি ভালো থাকা যায় ?
থাক না আমার আকাশ নিকষ কালো
থাকো আধরা সেই বরং ভালো ।
স্মৃতি হাতড়ে একটাই ঘর পাই
চারটে জানালার পাট লম্বা বারান্দা
বুক শেল্ফ ভরা বই শুধু তুমি নাই
ভাঙ্গা চুড়ি, টিপের পাতা , চুলের কাঁটা
কাগজের বক্সটাতে এখনও আছে তোলা ।
একেই কি বলে ভালোবাসা
সত্যিই আমার এখনও অজানা !!
তোমার চলে যাওয়া
আমার চেয়ে থাকা
বুকের বা-পাশটায় চিনচিনে ব্যথা
একেই কি বলে ভালোবাসা
সত্যিই আমার অজানা !!

______আঁকন হক

No comments:

Post a Comment