Sunday, August 17, 2014

আমার কেবল রাত হয়ে যায় !!

আমার কেবল রাত হয়ে যায়!
ভাবতে গেলেই সন্ধ্যা ঘনায়,
দেখতে গেলেই নক্ষত্রের মেলা আঁধারে হাড়ায়,
আমার কেবল রাত হয়ে যায়!
ছুঁতে গেলেই মুষ্ঠি ভরে আঁধার রাশি,
কাছে গেলেই স্বচ্ছ আকাস নীলে নীলে ছেঁয়ে যায়।
যেদিকেই পদচারন আলোর খুঁজে,
কষ্টেরা দেখি লাল,নীল,হলদে,বেগুনী রংগা সাজে!
স্বপ্ন গুলো ছুঁতে গেলেই দৌড়ে পালায়,
ঝাপসা চোখে আঁধার ঘনায়,
মনের আঙিনায় কখন যে রাত নেমে আসে !
জ্বোনাকী পোকার মত একটা দুটো কষ্ট
সেই আঙিনায় জ্বলে আর নিভে !
আবার আঁধারে হাড়িয়ে যায়।
আমার চোখে বিশ্বের উচ্ছলতা স্থির হয়ে যায়,
সময়, ভোর, দুপুর, বিকেল সব কেবলই রাত হয়ে যায় !
রাত হয়ে যায়, ভুল হয়ে যায়, ভুলে ভুলে আঁধার ঘনায়
সেই আঁধারে ভীষণ কালো, বেসুরে কেউ খুব ডেকে যায়,
আমার কেবল রাত হয়ে যায় !!
শরীর চিনেনা ভিজে মাটির গন্দ্ব,
সৃতির পাতা বিষাদে জড়ায়।
যত হাজার রঙেই আকাস সাজাই,
বেলা শেষে কেবলই রাত হয়ে যায়।
ভোরের আলোয় ভাবতে বসেই,
ঝুপ করে রাত নেমে যায় !
আমার কেবলই রাত হয়ে যায়।


_________________________ ডার্ক এভিল।

No comments:

Post a Comment