Sunday, August 17, 2014

"চারু যন্ত্রনার ঘর"

আমায় ছেড়ে সুখের ঘর হবে তোমার
সে ভেবে আস্ফালন হবে নিকৃষ্ট ভালবাসার,
আমিহীন তুমি যন্ত্রনাহীন ভালবাসায় রবে প্রেমহীন হাহাকার!
আয় সখী আরেকবার যন্ত্রনাময় সুখের সংসার গড়ি
আমি হব যন্ত্রনা,তুমি হবে সুখের বর!

আঙুলে আঙুল ছুয়ার খেলা কাটাব তিমির রাত
ওঠরে ওঠর ছোয়ায়ে ধরব সুরে বেসুরে জমে থাকা অভিমানে গান!
অধরে অধর ছুয়ে কান
পেতে শুনব বক্ষে জমা লেলিহান কষ্টের চিত্‍কার!
তাতে যদি আমার বলি হতে হয়
আমি অযুত লক্ষবার তোমায় ছুয়ে তোমার সুখের যন্ত্রনা হতে চাই!
আমি জানি_
এই ভুলোক ছাড়িয়া যদি আমায় যেতে হয়
তুমিহীন আমি ঈশ্বর নরকবাস চড়ায়,
আমার তরে নরক হবে তোমার আমার সংসার ঘর!
আমি হব যন্ত্রনা,তুমি হবে সুখের বর!
আমি জানি,যন্ত্রনাহীন ভালবাসার তীব্র চিত্‍কার!
সখি, ভুলে আপন পর_
সেই যন্ত্রনা নিয়ে গড়বে সুখের সংসার ?
আমি হব যন্ত্রনা,তুমি হবে সুখের বর!

______Åñtsý ßøý

No comments:

Post a Comment