আজ রাতটাকে আমি তোমার দেয়া অনন্ত অতীতকে দিয়ে দিলাম...
এখন আমার মোটেও ঘুম আসছেনা,আমি আজকে একটুও ঘুমোতে পারছি না-কিছুতেই না
তাই হৃদয়ে হাজারও ভাবনার দীপ জেলে এপাশ থেকে ওপাশ করলাম,বিছানায় একাকি নির্ঘুম প্রহর জেগে জেগে- খোলা জানালাটার বাইরে অঝোর ধারায় শ্রাবন ভেজা রাস্তা দেখলাম,
নিওনের ল্যাপপোস্টের ধুসর রোদের ভীড়ে-ঝড়ো বাতাসের তান্ডব দেখলাম
ঝিরিঝিরি বর্ষা দেখলাম
দেয়ালের ওপারের বাইরে শুন্যে ঝুলে থাকা ঘন কালো আকাশটাকেও অনেকক্ষন ধরে দেখলাম
বসে বসে আমার পাশেই একটু রংচটা দেয়ালে নীরব সেটে ঠায় দাড়িয়ে থাকা
স্তব্ধ ছায়াটাকেও দেখলাম
কিন্তু না-আজ আর আমার মোটেও ঘুম আসছে না
তাই আজ রাতটা আমি ওদেরকেই দিয়ে দিলাম
আজ রাতটা আমি ওই অতীতকেই দিয়ে দিলাম.
তবে আজ আমি নষ্ট প্রহর জাগা রাতগুলোকে-আধার কালোয় চিনে নিলাম
আমি ওদের বুঝে নিলাম
আজ আমি ওদের দেয়া দেয়াল ঘড়িটার সে অবিরত বেজে জাওয়া শব্দটাকেও সুনে নিলাম
আজ রাতটা আমি আমার ক্লান্ত সময়গুলোকে দিয়ে দিলাম-
কিছু জমে থাকা সুখের আশা দুখের বদোলে দিয়ে দিলাম
আজ আমি কিছু কষ্টকে নিয়ে নিলাম
এক নির্জন জাতনায়
এক নিরালায় ভাবনায়
আজ বেদনাগুলোকে আমি খুব হাসিখুসি দেখতে পেলাম
কেমন যেন একটু বিষাদি সাজে দেখতে পেলাম..
তবে তাকে আজ খুব সুন্দর লাগছিল কিন্তু,
আজ মনে হয় সে একটু বেশিই সেজে এসেছে..
আজকে হয়ত সে আমায় খুব মনমরা ভেবে-তোমায় হয়ে আমার কাছে চলে এসেছে
তুমি হীনা আমার-সাথী হতে এসেছে..
কিন্তু তাকে তো আমি প্রায়ই মাঝে মাঝে অবেলায় নানান রংয়ে দেখি
কিন্তু কই- তখনতো কখনোই তাকে এমনটা দেখিনি
এমন আপন করে-আমার বাসনার শুন্য চরের তরে
এমনতো আমি কখনোই তাকে দেখিনি...
তবে আজ আমি আমার সবকিছু ওদেরকেই দিয়ে দিলাম,
এই রাতগুলো আমি শ্রাবনকেও দিয়ে দিলাম,
কেননা সুধু ওরাই পারবে আমার সব ক্ষত অস্রুধারা অবিরত ঝরিয়ে দিতে..
আমার চোখের ধারার শুকনো জমে থাকা কান্নার রেখাগুলো মুছে দিতে,
শুধু ওরাই পারবে..
এই হৃদয়ের দ:খ ভাটায় সুকিয়ে জাওয়া নদীর জোয়ার হতে
ঢেউয়ে ঢেউয়ে ভাসিয়ে দিতে
এ মনের শত নষ্ট কামনার - সব অবসাদী ভেলাগুলোকে-সুধু ওরাই পারবে..
তাই এই রাতটাকে আজ আমি ওদেরকেই দিয়ে দিলাম
যেন আমি এখন এই শেষ হয়ে জাওয়া মধ্যরাত্রের অন্ধকারে আমার বুকে জমে থাকা হাহাকারের-তীব্র বেদনা নিয়ে একটু ঘুমোতে পারি
যেন এই লাল চোখের পাতাদুটো একটু বন্ধ করতে পারি
আমার ভাবনারা যেন একটু চুপ করে ঘুমিয়ে থাকতে পারে..
কিন্তু আজ রাতে আমি মোটেও ঘুমোতে পারছি না-একটুও না
তবে কি আজ আর আমার একটুও ঘুম হবে না
ও রাত-তুমি কেন কিছু করছ না
তুমি আমায় একটু ঘুম কেন দিচ্ছনা
আমি তো আমার সবই তোমাকে দিয়ে দিলাম-এইযে এই একটকু আগের করা সেই সুখের বিনিময়ে তোমার দ:খগুলোকে কিনে নিলাম
ণীরব কষ্টটা কে নিয়ে নিলাম
সেই যার ভাবনায় এখনও দিন কাটাই ঠিক তার মত
এতো তারাতাড়ি তুমিও সেকথা ভুলে গেলে
তবে থাক তুমি তোমার মতই থাকো-আমিও দেখছি তুমি কতদিন পারো
এভাবে আমার ঘুমকে লুকিয়ে রাখতে..
তুমি দেখে নিও আমি ওদের ঠিকই খুজে নেব অজস্র নীল বেদনায় জেগে-অথবা এই রাত পোহালেই ভোরের শুভ্র আলোয় সারাটাবেলা দিন পোহাব-আমার এই আলো ছায়ারই ঘরে..
কাল সকালের জাগ্রত দিনটাকে রাত করব-সারাবেলা..
একেলা একা..
তুমি দেখে নিও..
ও রাত তুমি এমন কেন-একটু ঘুম দাওনা ঘুম
আমার আজ আর এভাবে ঘুমহীন সারাটা রাত জেগে থাকতে ভালো একটুও লাগছে না -আমার আর কিছুই ভাবতে ভালো লাগছে না..
কিচ্ছু না..
তাইতো আমি আমার সবই তোমায় বিলিয়ে দিলাম
সুধু একটু ঘুম দাওনা ঘুম
যেন অনেকদিন ধরে আমি ঘুমাতে পারি না.-
একটু ঘুম দাওনা ঘুম-
কি দিবেতো আজ আমায়-একটুখানি ঘুম..?
এই জেগে থাকা বিরহে খুব অল্পখানি-এই একটুখানি ঘুমের চুম..
কি দেবেতো আমায় দিবে-একটা গভীর গাড় নি:শ্বাসের স্বাদমাখা -নীরব নিশ্চিন্ত শান্তির ঘুম..?
কি দেবেতো আমায়-দেবেতো..?
তবে কথা দাও..
লিখা: --------->পলাতক হৃদয়
এখন আমার মোটেও ঘুম আসছেনা,আমি আজকে একটুও ঘুমোতে পারছি না-কিছুতেই না
তাই হৃদয়ে হাজারও ভাবনার দীপ জেলে এপাশ থেকে ওপাশ করলাম,বিছানায় একাকি নির্ঘুম প্রহর জেগে জেগে- খোলা জানালাটার বাইরে অঝোর ধারায় শ্রাবন ভেজা রাস্তা দেখলাম,
নিওনের ল্যাপপোস্টের ধুসর রোদের ভীড়ে-ঝড়ো বাতাসের তান্ডব দেখলাম
ঝিরিঝিরি বর্ষা দেখলাম
দেয়ালের ওপারের বাইরে শুন্যে ঝুলে থাকা ঘন কালো আকাশটাকেও অনেকক্ষন ধরে দেখলাম
বসে বসে আমার পাশেই একটু রংচটা দেয়ালে নীরব সেটে ঠায় দাড়িয়ে থাকা
স্তব্ধ ছায়াটাকেও দেখলাম
কিন্তু না-আজ আর আমার মোটেও ঘুম আসছে না
তাই আজ রাতটা আমি ওদেরকেই দিয়ে দিলাম
আজ রাতটা আমি ওই অতীতকেই দিয়ে দিলাম.
তবে আজ আমি নষ্ট প্রহর জাগা রাতগুলোকে-আধার কালোয় চিনে নিলাম
আমি ওদের বুঝে নিলাম
আজ আমি ওদের দেয়া দেয়াল ঘড়িটার সে অবিরত বেজে জাওয়া শব্দটাকেও সুনে নিলাম
আজ রাতটা আমি আমার ক্লান্ত সময়গুলোকে দিয়ে দিলাম-
কিছু জমে থাকা সুখের আশা দুখের বদোলে দিয়ে দিলাম
আজ আমি কিছু কষ্টকে নিয়ে নিলাম
এক নির্জন জাতনায়
এক নিরালায় ভাবনায়
আজ বেদনাগুলোকে আমি খুব হাসিখুসি দেখতে পেলাম
কেমন যেন একটু বিষাদি সাজে দেখতে পেলাম..
তবে তাকে আজ খুব সুন্দর লাগছিল কিন্তু,
আজ মনে হয় সে একটু বেশিই সেজে এসেছে..
আজকে হয়ত সে আমায় খুব মনমরা ভেবে-তোমায় হয়ে আমার কাছে চলে এসেছে
তুমি হীনা আমার-সাথী হতে এসেছে..
কিন্তু তাকে তো আমি প্রায়ই মাঝে মাঝে অবেলায় নানান রংয়ে দেখি
কিন্তু কই- তখনতো কখনোই তাকে এমনটা দেখিনি
এমন আপন করে-আমার বাসনার শুন্য চরের তরে
এমনতো আমি কখনোই তাকে দেখিনি...
তবে আজ আমি আমার সবকিছু ওদেরকেই দিয়ে দিলাম,
এই রাতগুলো আমি শ্রাবনকেও দিয়ে দিলাম,
কেননা সুধু ওরাই পারবে আমার সব ক্ষত অস্রুধারা অবিরত ঝরিয়ে দিতে..
আমার চোখের ধারার শুকনো জমে থাকা কান্নার রেখাগুলো মুছে দিতে,
শুধু ওরাই পারবে..
এই হৃদয়ের দ:খ ভাটায় সুকিয়ে জাওয়া নদীর জোয়ার হতে
ঢেউয়ে ঢেউয়ে ভাসিয়ে দিতে
এ মনের শত নষ্ট কামনার - সব অবসাদী ভেলাগুলোকে-সুধু ওরাই পারবে..
তাই এই রাতটাকে আজ আমি ওদেরকেই দিয়ে দিলাম
যেন আমি এখন এই শেষ হয়ে জাওয়া মধ্যরাত্রের অন্ধকারে আমার বুকে জমে থাকা হাহাকারের-তীব্র বেদনা নিয়ে একটু ঘুমোতে পারি
যেন এই লাল চোখের পাতাদুটো একটু বন্ধ করতে পারি
আমার ভাবনারা যেন একটু চুপ করে ঘুমিয়ে থাকতে পারে..
কিন্তু আজ রাতে আমি মোটেও ঘুমোতে পারছি না-একটুও না
তবে কি আজ আর আমার একটুও ঘুম হবে না
ও রাত-তুমি কেন কিছু করছ না
তুমি আমায় একটু ঘুম কেন দিচ্ছনা
আমি তো আমার সবই তোমাকে দিয়ে দিলাম-এইযে এই একটকু আগের করা সেই সুখের বিনিময়ে তোমার দ:খগুলোকে কিনে নিলাম
ণীরব কষ্টটা কে নিয়ে নিলাম
সেই যার ভাবনায় এখনও দিন কাটাই ঠিক তার মত
এতো তারাতাড়ি তুমিও সেকথা ভুলে গেলে
তবে থাক তুমি তোমার মতই থাকো-আমিও দেখছি তুমি কতদিন পারো
এভাবে আমার ঘুমকে লুকিয়ে রাখতে..
তুমি দেখে নিও আমি ওদের ঠিকই খুজে নেব অজস্র নীল বেদনায় জেগে-অথবা এই রাত পোহালেই ভোরের শুভ্র আলোয় সারাটাবেলা দিন পোহাব-আমার এই আলো ছায়ারই ঘরে..
কাল সকালের জাগ্রত দিনটাকে রাত করব-সারাবেলা..
একেলা একা..
তুমি দেখে নিও..
ও রাত তুমি এমন কেন-একটু ঘুম দাওনা ঘুম
আমার আজ আর এভাবে ঘুমহীন সারাটা রাত জেগে থাকতে ভালো একটুও লাগছে না -আমার আর কিছুই ভাবতে ভালো লাগছে না..
কিচ্ছু না..
তাইতো আমি আমার সবই তোমায় বিলিয়ে দিলাম
সুধু একটু ঘুম দাওনা ঘুম
যেন অনেকদিন ধরে আমি ঘুমাতে পারি না.-
একটু ঘুম দাওনা ঘুম-
কি দিবেতো আজ আমায়-একটুখানি ঘুম..?
এই জেগে থাকা বিরহে খুব অল্পখানি-এই একটুখানি ঘুমের চুম..
কি দেবেতো আমায় দিবে-একটা গভীর গাড় নি:শ্বাসের স্বাদমাখা -নীরব নিশ্চিন্ত শান্তির ঘুম..?
কি দেবেতো আমায়-দেবেতো..?
তবে কথা দাও..
লিখা: --------->পলাতক হৃদয়
No comments:
Post a Comment