Thursday, August 28, 2014

মন খারাপ

অস্পর্শ কি একটা অনুভব
করছি!
মনটাও ভালো নেই!
আজ চা ঠান্ডা হয়ে যাক
দুঠোটের স্পর্শই দেব না কাপে,
আজ যে আমার
মন খারাপ!
মনটাকে বড্ড আটকে
রেখেছি!
আজ মুক্ত করে দিব
মন খারাপের রাজ্যে !
বিচরন করুক আজ কারো
অবাধে।
আজ যে আমার মন খারাপ।
ধুয়ায় উড়াবো সব কষ্টকে!
সুখের বাণে বিলীণ দেব মনকে!
চাইলেই দেব আমার
সস্তা মনটাকে!!
বকবক করে যাব নিন্দুক হয়ে,
সুরে-বেসুরে ধরব গানের
মিথ্যে লাইন!
দুবৃত্ত অসহায়ের মত
চাহনি থাকবে আকাশে!
শুনবা না কারো কল্পিত
অহেতুক মানা।
দূত হয়ে বলব না কারো
কানে
ভালবাসি,
বড্ড ভালবাসি!
আজ যে আমার বড্ড মন খারাপ॥


__________'খালিদ আদিত্য'

Tuesday, August 26, 2014

ভালো থাক ভালোবাসা

কাছে দূরে অথবা প্রবাসে
ভালো থাক ভালোবাসা ।
কনুইয়ের কোণ ঘেঁষে,
হৃদয়ের খুব কাছে
ভালো থাক ভালোবাসা ।
কার্জন হল, টি এস সি, মল চত্বরে
বেঁচে থাক ভালোবাসা ।
কনে দেখার আলোয় ক্লান্ত বিকেলে
মিশে থাক ভালোবাসা ।
চুলের খোপায় গাঁথা কাটায়
গেঁথে থাক ভালোবাসা ।
চুড়ির মুঠোয় হাতের মায়ায়
রাঙ্গা হোক ভালোবাসা ।
কপোলের টোলে উষ্ম অধরে
লেগে থাক ভালোবাসা
ভালো থাক ভালোবাসা।



______আঁকন হক

Monday, August 25, 2014

দিনযাপন

এখন আমার একাকীত্বের অনুভুতিগুলো আগের মত তেমন করে আর কষ্ট বাড়ায় না..
আমি এখন একা থাকতে শিখে গেছি...
সেই প্রভাতী আলোয় শুরু থেকে শেষ অবধি- এমনকি অন্ধকার গভীর থেকে গভীরে-নিশি প্রহরের আধারে জেগে থাকা ছায়ার মাঝে সুযোগ সন্ধানী অপেক্ষারত গভীর বেদনারাও আমাকে আর তেমনি করে ছুয়ে দিতে পারে না..
যেমনটা করে ওরা এই বেশ কদিন আগেও আমার বিষাদি ভাবনাজুরে তোর অতীতে ধুসর হত,আমাকে ছুয়ে অস্রু হত..
এখন আর আমার তেমনটা হয় না..
আমি এখন ওদেরকে সহ্য করতে শিখে গেছি...
ওরাও তাই আজ আমাকে বন্ধু বলে মেনে নিয়েছে..
আজও সেই থেকেই শুরু- আমাদের একসাথে পথচলা...
তাই আমার এখন আর একা থাকতে তেমন একটা কষ্ট হয়না,
এখন আমার একা থাকতেই বেশ ভালো লাগে....
আমিতো খুব ভালোই আছি-আমার আবার দু:খ কি ?
আমি এখন আমার অনেকটা সময় ওদের সাথেই পার করি..
আমার মুখাভিনয়ের হাসিমাখা দিনযাপনে ওরা আমাকে বেশ আগলে রাখে,
কাউকে কিছু বুঝতেই দেয়না-এই আমি কেমন আছি -আমার সময়টা কেমন কাটছে..
পেছনের অতীত সীমানাটা বৃষ্টির জলে ভিজে থাকে কিনা..
আর কেউ কিছু না বুঝলেও ওরা এগুলো ঠিক জেনে যায়..
এমন করে আর কেইবা আমায় দেখে রাখে বলো- তাইতো এখন আমি বেশ সুখেই আছি,
আমার আবার দু:খ কিসের ?
এখন আমি বেশ করে ভাবতেও শিখে গেছি..
তাই আমি আমার ইচ্ছে হলেই খুব করে ভাবতে পারি-ভেবে ভেবে আমার একলা মুহুর্তগুলোয় তোর যতিচিহ্নের দুরত্বটাকে মুছে দিতে পারি..
তোর দেয়া তপ্ত ক্ষতটাকে নদীর জোয়ারে ধুয়ে ফেলতে পারি..
কিনবা আলোর অসহ্য কোলাহলী মিছিলগুলোকে ইচ্ছে করলেই নির্জন কালো আধার বানাতে পারি.. আমি ভাবতে পারি.. মন চাইলেই যখন তখন আমি আমাদের অসম্পুর্ন বাস্তবতার কষ্টটাতে সুখচিন্তার পরশ বুলিয়ে সইতে পারি...
তাই আমি এখন খুব ভালোই আছি..
আমার একাকীত্বের প্রহর জাগা হাজার শত ভাবনারাও বেশ সুখেই আছে..
আমার আবার কষ্ট কি ?



___________ পলাতক হৃদয়

Sunday, August 24, 2014

কালো বউ

লাল টুকটুকে জরির শাড়িতে বউ সেজেছি
তবে টুকুর টুকুর শব্দ করে ঘোড়ায় চেপে স্বপ্নের রাজপুত্তুর আসেনি।
বিকশিত হওয়ার আগেই স্বপ্নগুলো উপড়ে গেলো
বিয়ের সানাই বাজতে গিয়ে থেমে গেলো।

পুতুল ঘরের জিনিসগুলো আজও আছে
পুতুল বৌ আর পুতুল জামাই বিয়ের সাজে
আমার লাল শাড়িটাও পড়ে আছে আলনাটাতে
"বর আসবে " শোরগোল টা থেমে গেছে।

বিভীষিকা সত্যি টা আজ আমার সামনে
আদরের মেয়ে ছিলাম আমি সবার কাছে।
কিন্তু সব প্রশ্নের তীরগুলো আজ আমার দিকে।
হয়নি বিয়ে, আসেনি বর আমায় নিতে
আমি অপয়া,আমি অভাগী বিলাপ চলছে।
বলবে মা,কি দোষটা ঠিক আমার আছে?

বাবার ঘরে আলো করে জন্মেছিলাম
বাড়ির সবার চোখের মণিতে জ্বলেছিলাম।
আমার ভিতর পায়নি আলো ওরা খুঁজে
তাইতো আমি অপয়া হয়ে থাকলাম ঘরের কোণে।
বলতে পারো দোষটা আমার কোথায়?
ঐ কাকটাও যে আজ মুখ ফিরিয়ে নেই আমি কালো বলে।।

____________Yagnin Sultana

"তুমি"

তুমি মিলেছিলে তব গোধূলি লগনে, 
দিয়েছিলে প্রেমও বার্তা,

শুনায়েছিলে-- 
মোর প্রানও ভরায়ে 
তোমারও মনের কথা। 

তুমি কতবার বলেছিলে ভালবাসি, 
তবু চাইনি দিতে এ মন। 
কেনো তোমারো চোখের 
চাহনি দিয়া-- 
করিলে মোরে হরন? 

তুমি কতবার চেয়েছিলে 
হাতটি ধরতে, 
করেছিলাম বারণ; 
ফের, সেই হাত ধরিলাম আমি 
তোমারি কারন। 

তুমি এমন কি'গো করিলে আমায়, 
বলো না একবার, 
চাইনি হতে তোমার আমি-- 
কেন মন চায় হতে তোমার?

তুমি একবার শুধু 
একবার বলো, 
চাহিয়া আমার পানে,
তোমারো অমন চাহনি কেন--
আমারও হৃদয় হানে? 

তুমি এমন কী যাদু করিলে আমায় 
ছাড়ে না যে মোরে আর,
কেবলি হইতে চাই যে আমি 
শুধুই তোমার। 

______________Tahnim Afrin Soma

তুই যদি আমার হতে চাইতি,

তুই যদি আমার হতে চাইতি,
তিলে তিলে পূর্ণ করে দিতাম!
শষ্য পরিমাণ নির্যাসে যেত না,
সব ছাড়িয়ে কণায়
কণায় পূর্ণতায় আমার
আমিকে রাখতাম!

ভূজে যাপটে অধরে ছড়িয়ে
দিতাম কামনা
অনুমানেই রাখতাম না
কাকে বলে যাতনা॥

________'খালিদ আদিত্য'

Saturday, August 23, 2014

"দীর্ঘশ্বাস"


আমার অসময়ী ভাবনাগুলোর যেন কোন ক্লান্তি নেই..
তাদের কোন বিশ্রামও নেই-
নেই যেন কোন জাগতিক নিয়মের কাটাতারের বেড়াজাল...
তাই আমার হৃদয়ের প্রকোষ্টে ইদানিং ওদের যেন অবাধ বিচরন..
অবিরত বয়ে চলা সময়ের ইতিহাসে ওরা যেন এক কালজয়ী অস্থিরতা..
প্রয়োজনের হিসেব নিকেশের বৃত্তচক্রে অথবা প্রহর বদলের আলো ছায়ার ভীরেও ওদের যেন আজ আর কোন সপ্ন নেই-নেই কোন সুখ কামনায় মিনতির দুরভিসন্ধি..
তবু প্রতিনয়ত ক্ষয়প্রাপ্ত মুহুর্তের কালক্ষেপনে ওরা যেন একেকটি অবাধ্য জাগ্রত সমাধিস্থল..
গভীর নীরবতা তবু যেন কোথায় একটা গাড় নি:শ্বাসের অনন্ত দীর্ঘশ্বাস...


________পলাতক হৃদয়